ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নারী উদ্যোক্তাদের সফলতা

আফসানা আফরিনের অবসরের দিনলিপি

বিবিধ ডেস্ক
🕐 ২:১৫ অপরাহ্ণ, জুলাই ০৮, ২০২০

আফসানা আফরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পাশপাশি তিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। রান্না করেন। রান্না করা খাবার অনলাইনে বিক্রি করেন। রান্না করা তার শখ। শখ থেকেই এখন তার আয় হচ্ছে।

৮০০০ টাকার পুঁজি নিয়ে শুরু করেছিলেন আফসানা। ফেসবুকে তার ‘অবসরের দিনলিপি’ এ্যালবাম খুব জনপ্রিয়। বর্তমানে পাঁচজন কো-ওয়ার্কার নিয়ে কাজ করছেন আফসানা। 

অবসরের দিনলিপিতে পাওয়া যায় ফুড আইটেম। নবাবি সেমাই, শ্রিখান্দ, মিষ্টি নিমকি পিঠা, মুগ পাকন পিঠা, গরুর কালোভুনা, স্পাইসি চিকেন, পোলাও রোস্ট লাঞ্চ বক্স ইত্যাদি। যা ৪৫-২১০০ টাকার মধ্যে। ফুড আইটেমের চাহিদা বেশি। তবে ডেলিভারি দিতে অনেক সমস্যা।

কারণ বাংলাদেশে ফুড ডেলিভারি দেয় এমন কোম্পানি খুব কম বলে জানা যায়। আর ডেলিভারি চার্জ অনেক বেশি। যা ক্রেতাদের অনলাইনে খাবার নিতে অনেকটাই নিরুৎসাহিত করে। চুইঝাল নির্বাচিত ১০০ রান্না বইয়ে তার দুটি রেসিপি স্থান পেয়েছে। জাতীয় সংবাদপত্রের লাইফস্টাইল পাতায়ও তার রান্নার রেসিপি প্রকাশিত হয়েছে। আফসানা পরিবেশ সুরক্ষায়ও কাজ করেন।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper