ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নারী উদ্যোক্তাদের সফলতা

ইসরাত জাহানের ‘পার্পল’

বিবিধ ডেস্ক
🕐 ২:১৩ অপরাহ্ণ, জুলাই ০৮, ২০২০

বরিশালের মেয়ে ইসরাত জাহান। ছোটবেলা থেকেই তার কাগজ দিয়ে এটা সেটা বানানোর প্রতি ঝোঁক। বিভিন্ন ধরনের ফুল, নৌকা, প্রজাপতি, পাখি, বিড়াল, মাছ, ব্যাঙ তৈরি করতেন। মুগ্ধ হয়ে আশপাশের সবাই তা দেখত।

ছোটকালের এই শখ এখন বড়বেলায় আর শখ নেই। শখ থেকে সাফল্য এসেছে আবার আয়ের উৎসও। কাগজ দিয়ে ব্যতিক্রমী সব জিনিস বানাচ্ছেন তিনি।

স্নাতক শেষ করেছেন কিছুদিন হল। পড়াশোনার পাশপাশি তার পার্পল নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। মা-বাবার সঙ্গে বরিশালে তিনি থাকেন। ফেলনা সব জিনিস দিয়ে প্রথম স্ক্রাপবুক বানান তিনি। জুতার বক্স দিয়ে বানানো হয় মূল কাঠামো। ইসরাত জানালেন, তার স্ক্রাপবুকের ৭০ পারসেন্ট জিনিসই ফেলনা। যেমন পুরনো জুতার বক্স, পুরনো ক্যালেন্ডারের কাগজ ইত্যাদি।

তবে অবাক কা- হল এই স্ক্রাপবুকের ভিডিওটি ফেসবুকে আপলোড করতেই তুমুল সাড়া পড়ে। ইউটিউবে ইসরাতের Purple Handicrafts নামে একটি চ্যানেল আছে। ব্যতিক্রমী সব কাজের টিউটরিয়াল আছে সেখানে।

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper