ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জ্ঞানচর্চা ও ঐতিহ্যের পাঠাগার

গাজীপুরের সরকারি গ্রন্থাগারের আধুনিকায়ন

তানজেরুল ইসলাম
🕐 ১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

ঢাকার নিকটবর্তী গাজীপুর ঘনবসতিপূর্ণ একটি জেলা। গাজীপুরে অগণিত স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ রয়েছে অসংখ্য শিল্পকলকারখানা। গুরুত্ব বিবেচনায় ১৯৮৬ সালের ২৩ জুলাই জেলার জয়দেবপুর শহরের রথখোলা সড়কের পশ্চিম পাশে প্রতিষ্ঠিত হয় সরকারি গ্রন্থাগার।

গণগ্রন্থাগার অধিদফতর সূত্রে জানা গেছে, ২০১৮ সালের পহেলা নভেম্বর অধিদফতরটির আওতায় পরিচালিত গাজীপুর গ্রন্থাগারের নবনির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। এতে পাঠকদের দীর্ঘদিনের আসন সংকটে সৃষ্ট দুর্ভোগ লাঘব হয়। জয়দেবপুর শহরের ধীরাশ্রম সড়কের পাশে নবরূপে সেজে ওঠে সরকারি গ্রন্থাগারটি।

জানা গেছে, গাজীপুর গ্রন্থাগারের পুরাতন ভবনটিতে পাঠকদের আসন সংখ্যা ছিল মাত্র ৫০ জনের মতো। অথচ গ্রন্থাগারটিতে নিয়মিত শতাধিক পাঠক আসতেন সংবাদপত্রসহ বিভিন্ন ধরনের বই পড়ার জন্য।

জুনিয়র লাইব্রেরিয়ান রাশেদুল হায়দার রাসেল জানান, পাঠকদের চাহিদা ও সুযোগ-সুবিধা বিবেচনা করে তিনটি ক্যাটাগরিতে লাইব্রেরি সাজানো হয়েছে। এতে সাধারণ, বিজ্ঞান ও শিশু পাঠকরা সহজেই পছন্দের বই পড়তে পাচ্ছেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper