ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বইমেলা : দেশে ও বিদেশে

বঙ্গবন্ধুর তিন বই

শফিক হাসান
🕐 ৯:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় তার কোনো বই প্রকাশিত হয়নি। দীর্ঘ সময় পর তার জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তিনটি বই।

বইগুলো হচ্ছে- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন। তৃতীয় বই আমার দেখা নয়াচীন প্রকাশ করেছে বাংলা একাডেমি। একই সঙ্গে এটি ইংরেজি ভাষায়ও প্রকাশিত হয়েছে। অনুবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক ফকরুল আলম।

তিনি বঙ্গবন্ধুর দ্বিতীয় গ্রন্থ বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘কারাগারের রোজনামচা’রও অনুবাদ করেন। বঙ্গবন্ধুর প্রথম বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ করেছিল খ্যাতনামা প্রকাশনা সংস্থা ইউপিএল।

বঙ্গবন্ধুর প্রকাশিত তিনটি বই ইংরেজি ছাড়াও বিশ্বের বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশসহ বিভিন্ন বইমেলায় জাতির পিতার বইগুলো থাকছে বিক্রির শীর্ষে। সচেতন পাঠক লুফে নিয়েছে তার বই। দিন দিনই দেশের বাইরেও বিভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে বাড়ছে বইগুলোর কদর।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper