ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিশ্ব বিপ্লবের বরপুত্র

জীবনপঞ্জি

বিবিধ ডেস্ক
🕐 ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

১৯২৮ : ১৪ জুন আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন চে গুয়েভারা।

১৯৪৮ : বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিষয়ে ভর্তি হন।

১৯৫০ : এ সময় কিউবায় শান্তিপূর্ণ সরকারবিরোধী বিক্ষোভগুলো ধীরে ধীরে আরও উগ্র হয়ে উঠতে শুরু করল।

১৯৫১ : লেখাপড়ায় এক বছর বিরতি দিয়ে বন্ধু আলবার্টো গ্রানাডোকে সঙ্গে করে দক্ষিণ আমেরিকায় মোটরসাইকেল ভ্রমণে বেরিয়ে পড়েন।

১৯৫৪ : মেক্সিকো শহরে পৌঁছান এবং সদর হাসপাতালে এলার্জি বিভাগে চাকরি করেন।

১৯৫৫ : জুলাইয়ে ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা।

১৯৫৬ : ২৫ নভেম্বর কিউবার উদ্দেশে যাত্রা করে কাস্ত্রোর গেরিলা দলের যুদ্ধজাহাজ গ্র্যানমা।

১৯৫৭ : তিনি সালে কাস্ত্রোর গেরিলা বাহিনীর কমান্ডার নির্বাচিত হলেন।

১৯৫৮ : ডিসেম্বরের শেষদিকে সান্তা ক্লারার যুদ্ধে তার সফল নেতৃত্ব যুদ্ধের নিয়তি নির্ধারণ করে দিল।

১৯৬১ : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার কূটনৈতিক সম্পর্ক ভেঙে গেল।

১৯৬১-৬৫ : কিউবার শিল্পবিষয়ক মন্ত্রী ছিলেন।

১৯৬৫ : মন্ত্রিত্ব বাতিল হলে আবার বিপ্লবের ময়দানে ঝাঁপিয়ে পড়েন।

১৯৬৭ : ৯ অক্টোবর গুলি করে হত্যা করা হয় চে’কে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper