ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দেশে দেশে সর্বনাশা মহামারি

যক্ষ্মা

বিবিধ ডেস্ক
🕐 ১:১০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

যক্ষ্মা বিভিন্ন প্রকারের ‘মাইকোব্যাকটেরিয়া’ সম্পর্কিত একটি রোগ যা ‘মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস’ দ্বারা ঘটে থাকে। যক্ষ্মা সাধারণত ফুসফুসে ছড়ায়, তবে এটি শরীরের অন্যান্য অঙ্গ প্রতঙ্গকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। যক্ষ্মা-আক্রান্ত ব্যক্তির কফ, হাঁচি বা থুতু থেকে বাতাসের মধ্য দিয়ে সহজে এই রোগটি ছড়িয়ে পড়ে।

যক্ষ্মার মূল কারণ ‘মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস’ নামক অতি ক্ষুদ্র বায়ুজীবী, স্থবির ও নলাকার জীবাণুবিশেষ। টিবি বা যক্ষ্মা তখনই ছড়াতে পারে যখন একজন যক্ষ্মা আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচির বহিষ্কৃত ফোঁটায় আগত টিবির জীবাণু অন্য একজন সুস্থ ব্যক্তি প্রশ^াসের মধ্যে দিয়ে গ্রহণ করে। সবচেয়ে প্রাসঙ্গিক ঝুঁকির বিষয় হলো যক্ষ্মা বা টিবি-র সঙ্গে এইচ আই ভির (এইডস) মিলিত সম্পর্ক।

১৯ শতক এবং ২০ শতকের প্রাক্কালে এই রোগ একটা জন উদ্বেগের কারণ হয়েছিল। শুধু বিংশ শতাব্দীতে ১০০ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কঙ্কাল থেকে এটা জানা গিয়েছে যে ৭০০০ খ্রিস্টপূর্বেও মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিল।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper