ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

১৯৮৮-র দুর্যোগ

বিবিধ ডেস্ক
🕐 ১:৪৫ অপরাহ্ণ, মে ০৮, ২০১৯

১৯৮৮ সালের বন্যাটি দেশের প্রলয়ঙ্করী বন্যাগুলোর অন্যতম। সে সময় বন্যায় দেশের প্রায় ৬০ শতাংশ এলাকা ডুবে গিয়েছিল। স্থানভেদে এই বন্যাটি ১৫ থেকে ২০ দিন পর্যন্ত স্থায়ী ছিল। এ দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও ব্যাপক ক্ষয়ক্ষতির প্রাকৃতিক দুর্যোগ ছিল এটি। আন্তর্জাতিক গণমাধ্যমেও ওই দুর্যোগটি ব্যাপকভাবে প্রচারিত হয়।

ওই বছর সারা দেশে প্রচুর বৃষ্টিপাতের ফলে প্রলয়ঙ্করী বন্যায় মাত্র তিন দিনে দেশের তিনটি প্রধান নদীতে ধারণক্ষমতার অতিরিক্ত পানি প্রবাহিত হয়। এই বন্যায় দেশের প্রায় ৮২ হাজার বর্গকিলোমিটার এলাকা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। ফসলি জমি ডুবে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। কলেরা আর ডায়রিয়াসহ নানা রোগে মানুষ আক্রান্ত হয়। এই ঘূর্ণিঝড়ের কারণে প্রাণ হারান পাঁচ হাজার ৭০৮ জন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper