ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিমান দুর্ঘটনায় পুরো জাতীয় দল

বিবিধ ডেস্ক
🕐 ১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ০১, ২০১৯

১৯৯৩ সাল। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব চলছে। বাছাইপর্ব খেলতে সেনেগাল যাচ্ছে জাম্বিয়ার জাতীয় ফুটবল দল। জাম্বিয়ান বিমানবাহিনীর বিশেষ বিমানটি গ্যাবনের রাজধানী লিব্রেভিলেতে যাত্রাবিরতি দেয়। তারপর মাত্রই উড়তে শুরু করেছে বিমানটি। ঠিক তখনই আগুন লাগে বিমানের ইঞ্জিনে। তাড়াহুড়োতে ভুল করে সচল ডান ইঞ্জিনটিকেও বন্ধ করে দেয় পাইলট।

সঙ্গে সঙ্গে ৩০ আরোহীকে নিয়ে উপকূলের মাত্র ৫০০ মিটার দূরে আটলান্টিক মহাসাগরে হারিয়ে যায় বিমানটি। হারিয়ে যায় জাম্বিয়ার পুরো জাতীয় দল। ভাগ্যক্রমে বেঁচে যান দলের অধিনায়ক। তিনি ক্লাব ফুটবল খেলতে হল্যান্ডে গিয়েছিলেন। সেখান থেকে সরাসরি সেনেগালে আসাতেই রক্ষা পান।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper