ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুক্তিযুদ্ধের যত জাদুঘর

বিজয় কেতন

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:২৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯

বিজয় কেতন জাদুঘর মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং বীরত্বসূচক খেতাবপ্রাপ্তদের স্মরণে নির্মিত। বিজয় কেতন জাদুঘরের মূলমন্ত্র হলো- ‘অতীতকে শ্রদ্ধা কর, ভবিষ্যৎকে আলোকিত কর।’ ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত এই জাদুঘরটির মূল প্রদর্শনীয় সামগ্রীর মধ্যে রয়েছে বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি, আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দিশালা। এগুলোর নামকরণ হয়েছে ‘হল অফ ফেম’। তাছাড়া দর্শকরা এখানে দেখতে পাবেন বাংলাদেশের সংবিধানের মূলকপি, জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্র এবং ধাতুপাতে খোদিত জাতীয় সঙ্গীত।

জাদুঘরের মূল ফটকে স্থাপিত হয়েছে একটি ভাস্কর্য। এতে আছে সাতজন মুক্তিযোদ্ধার মূর্তি; এদের একজন হলেন বাংলাদেশের পতাকাবাহী এক নারী। এই বিশেষ ভাস্কর্যটিকেও বিজয় কেতন বলা হয়। পৃথক নাম সত্ত্বেও বঙ্গবন্ধু জাদুঘর বস্তুত বিজয় কেতন জাদুঘরেরই একটি অংশ। এটি ‘হল অফ ফেম’ থেকে কয়েক গজ উত্তরে অবস্থিত। 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper