ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সুখোই-৫৭

বিনোদন ডেস্ক
🕐 ১১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৯

রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের ফাইটার বিমান ‘সুখোই-৫৭’। সম্প্রতি তারা এই যুদ্ধবিমান সফলভাবে উড্ডয়ন শেষ করেছে। নতুন ইঞ্জিন সংযোজনের পর ১৭ মিনিট সফলতার সঙ্গেই উড়েছে সুখোই-৫৭। ২০১০ সালের ২৯ জানুয়ারি অনানুষ্ঠানিক উড্ডয়নের পর আলোচনায় আসে সুখোই-৫৭।

পঞ্চম প্রজন্মের বিমানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর স্টিলথ প্রযুক্তি বা রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। স্টিলথ ফাইটারগুলোতে এক ধরনের বিশেষ রং বা পেইন্ট ব্যবহার করা হয় যা রাডার থেকে ছুড়ে দেওয়া শব্দ তরঙ্গকে আর রাডারে ফেরত আসতে দেয় না। ফলে রাডারের পক্ষে ফাইটারকে শনাক্ত করা সম্ভব হয় না।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper