ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভাষার ভূত ভবিষ্যৎ

ভালোবাসার দেয়াল

বিবিধ ডেস্ক
🕐 ১১:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

প্যারিসের জেহান-রিক্টুস গার্ডেন চত্বরে অবস্থিত ৪০ বর্গমিটারের একটি দেয়াল, যেখানে ‘আমি তোমাকে ভালোবাসি’ বাক্যটি ২৫০টি ভিন্ন ভাষায় ৩১১ বার লিপিবদ্ধ আছে। ভালোবাসার এই দেয়ালে বাংলাতেও লেখা আছে ভালোবাসার কথা।

‘আমি তোমাকে ভালোবাসি’ বাংলায় লেখা এই বাক্যটি স্থান পেয়েছে ভালোবাসার এই দেয়ালে। ফাঁকে ফাঁকে অংকিত লাল রঙে ছিটকানো অংশগুলো ভাঙা হৃদয়ের টুকরোর প্রতীক হিসেবে দেখানো হয়েছে। ২০০০ সালে হস্তাক্ষরশিল্পী ফ্রেডেরিক ব্যারন এবং ম্যুরাল শিল্পী ক্লাইরো কিতো এটি তৈরি করেন। উদ্দেশ্য, প্যারিসের ‘লে মূর দেস যে টেইম’ বা ‘আই লাভ ইউ’ দেয়ালের আঁচড় কাটা ভালোবাসার কথা পৃথিবীর প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

ফ্রেডরিক ব্যারন একান্ত ব্যক্তিগত শখের বসে পৃথিবীর তাবৎ ভাষার ‘আমি তোমাকে ভালোবাসি’ বাক্যটি সংগ্রহের কাজ শুরু করেন। বাড়ির পাশের প্রতিবেশীদের কাছ থেকে বিভিন্ন দেশের ‘আমি তোমাকে ভালোবাসি’ বলার পদ্ধতি সেই দেশের ভাষায় জেনে নিয়েছিলেন। এখানেই তিনি থেমে থাকেননি। বাক্য সংগ্রহের পর ক্যালিওগ্রাফি বিশেষজ্ঞ ক্লেয়ার কিটোর কাছে হাজির হন। দুজনের সাহায্যে তৈরি হয় ভালোবাসার দেয়াল।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper