ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শীতের দেশে তুষার রাজ্যে

তুষারাবৃত পার্ক

বিবিধ ডেস্ক
🕐 ১২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

প্লিটভিস ন্যাশনাল পার্ক হলো পর্যটকদের জন্য ক্রোয়েশিয়ার অন্যতম আকর্ষণ। শীতকালে এর চারপাশ যেন মরুভূমির মতো দেখায়। তবে ঝর্ণাগুলো যে বরফে জমে যায়, সেই অপূর্ব দৃশ্য দেখার জন্য হাজারো পর্যটক সেখানে গিয়ে ভিড় করে।

এছাড়া ‘জিগোকুদানি’ শীতকালে জাপানের সবচেয়ে চমকপ্রদ প্রাকৃতিক দৃশ্যের জায়গা। এর বিশেষ বৈশিষ্ট্য অন্য সব সৌন্দর্য থেকে একে ভিন্নতা দেয়। কারণ তখন সেখানে জাপানে বসবাসকারী ম্যাকাক (বানর জাতীয় প্রাণী বিশেষ) অথবা স্নো মাঙ্কি বা তুষার বানরেরা ঝর্ণার ধোঁয়া ওঠানো গরম পানিতে স্নান করে।

কানাডার বানফ পার্কের মূল আকর্ষণ মোরেন হ্রদ। লুইস হ্রদ (এটিও বানফ ন্যাশনাল পার্কের ভেতরে অবস্থিত) থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এ হ্রদের স্বচ্ছ টলটলে পানিতে ১০টি পর্বত শৃঙ্গের চূড়ার তুষারাবৃত উপত্যকার প্রতিফলন ঘটে।

এ দৃশ্যটি এতটাই সুন্দর, ১৯৭০ সালের দিকে কানাডার ২০ ডলারের ব্যাংক নোটে এ ছবিটি ছাপা হতো।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper