ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চাঙ্গা করেছিল মুক্তিযুদ্ধ

রফিকুল ইসলাম মন্টু
🕐 ৬:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া ’৭০-এর ঘূর্ণিঝড় মুক্তিযুদ্ধকে চাঙ্গা করেছিল। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের চরম অবহেলা বাংলার মানুষকে ক্ষুব্ধ করে তোলে। এত বড় প্রাকৃতিক দুর্যোগের ১৪ দিন পর ঘূর্ণি উপদ্রুত এলাকায় আসে পাকিস্তানের প্রেসিডেন্ট।

উপকূলের বিভিন্ন এলাকার বয়সী ব্যক্তিদের সঙ্গে আলাপে জানা গেছে, ঘূর্ণিঝড়ের আগে, অর্থাৎ আবহাওয়া বার্তা প্রচারেও পূর্ব পাকিস্তান সরকারের অবহেলা ছিল। যথাসময়ে আবহাওয়া বার্তা না পাওয়ায় ক্ষতির পরিমাণ বেশি ছিল। অন্যদিকে ঘূর্ণিঝড়ের পরে বহু স্থানে সময়মত ত্রাণ পৌঁছেনি। মানুষের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে মুক্তিযুদ্ধে। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা তোফায়েল আহমেদের স্মৃতিচারণমূলক নিবন্ধ থেকে সেসব জানা যায়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper