ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

উপকূল দিবসের দাবি

রফিকুল ইসলাম মন্টু
🕐 ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি উঠেছে। জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকিতে থাকা উপকূল অঞ্চলের সুরক্ষা এবং সেখানকার বৃহৎ জনগোষ্ঠীর অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে এ দিনটিকে ‘উপকূল দিবস’ হিসেবে প্রস্তাব করা হয়েছে।

২০১৭ সাল থেকে সমগ্র উপকূলে দিবসটি পালিত হয়ে আসছে। আর এ দিবসে দাবি উঠছে, ‘উপকূল দিবসের’ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক। উপকূল দিবসের উদ্যোক্তা ও উপকূল-সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর সাক্ষাৎকার প্রচার করেছে ভয়েস অব আমেরিকা। সাক্ষাৎকারে রফিকুল ইসলাম মন্টু বলেন, ‘একজন সাংবাদিক হিসেবে দেখলাম, বাংলাদেশের কেন্দ্রীয় গণমাধ্যমগুলোতে উপকূলের খবরাখবরগুলো খুব কম আসছে। অথচ বাংলাদেশের উপকূল অঞ্চল অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চল আরও বেশি ঝুঁকিতে আছে। এখানে ১৯ জেলার প্রায় ৫ কোটি মানুষ নানাভাবে বিভিন্ন সমস্যায় রয়েছে। আমি উপকূল ঘুরে ঘুরে বিভিন্ন খবর সংগ্রহ করি এবং সে খবর মানুষকে জানানোর চেষ্টা করি। এরই একটা পর্যায়ে আমি দেখলাম, অনেক দিবস থাকার পরেও বাংলাদেশের উপকূল নিয়ে কোনো দিবস নেই। এ কারণেই উপকূল দিবসের চিন্তাটা। উপকূলের জন্য একটা দিন থাকলে, প্রতিবছর আমরা যদি একটা প্রতিপাদ্য নির্ধারণ করি, সবাই মিলে যদি উপকূলের কথাগুলো বলি, তাহলে উপকূলের বিষয়গুলো আরও বেশি ফোকাসে আসবে।’ ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে বেছে নেওয়ার কারণ কি-এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উপকূল দিবসের চিন্তাটা মাথায় আসার পর আমি চিন্তা করলাম, কোন দিনটিকে উপকূল দিবস হিসেবে প্রস্তাব করা যায়। তখন দেখলাম, ১২ নভেম্বর হচ্ছে বাংলাদেশের উপকূল অঞ্চলের মানুষের জন্য স্মরণীয়। এ কারণেই প্রস্তাব করা হয়েছে, ১২ নভেম্বর উপকূল দিবস হোক।’

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Electronic Paper