ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আইয়ুব বাচ্চুর প্রতি গভীর শ্রদ্ধা

মো. আজিনুর রহমান লিমন
🕐 ৯:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

এক আকাশের তারা তুই একা গুনিসনে গুনতে দিস তুই কিছু মোরে....

এমন অসাধারণ হাজারো গানের কণ্ঠরাজ উপমহাদেশের ব্যান্ড জগতের অনন্য প্রতিভাবান শিল্পী আইয়ুব বাচ্চু আর আমাদের মাঝে নেই। তার অকালমৃত্যু বাংলাদেশের মানুষকে ভীষণ কাঁদিয়েছে। সবাইকে নির্বাক করে না ফেরার দেশে চলে গেলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং প্লে-ব্যাক শিল্পী আইয়ুব বাচ্চু। বাংলাদেশের কোটি মানুষের প্রাণ ছিলেন তিনি। তার অসাধারণ কণ্ঠ বাংলার মানুষের কাছে অতি পরিচিত ছিল।

সেই কণ্ঠে তিনি জয় করেছেন বাংলার মানুষের হৃদয়। তার কণ্ঠ দিয়ে তিনি সংগীতাঙ্গনকে উজ্জ্বল করেছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে মাতিয়ে রেখেছিলেন পুরো দেশকে। একে একে তিনি অসংখ্য গান বাংলার মানুষকে উপহার দিয়েছেন। নেচে-গেয়েও তিনি স্টেজ ‘শো’ করে দর্শককে আনন্দে ভাসিয়েছেন। কণ্ঠের জাদুকর আইয়ুব বাচ্চুর দেশ-বিদেশে তৈরি হয়েছে অগণিত ভক্ত। তার চলে যাওয়াকে কোনোভাবেই তার ভক্তকুল মেনে নিতে পারছে না। বাংলাদেশের সংগীতাঙ্গনে অপূরণীয় এক ক্ষতি হলো। এ ক্ষতি কখনই পূরণ হবে না। তার আত্মার মাগফিরাত কামনা করছি। হে আইয়ুব বাচ্চু তুমি ভালো থেকে পরপারে। তোমার প্রতি রইল হাজার স্যালুট ও গভীর শ্রদ্ধা।

ডিমলা, নীলফামারী।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper