ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করুন

মো.ওসমান গনি
🕐 ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০১৮

সরকারি আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে একটি কুচক্রীমহল পাটের ব্যাগ ব্যবহারের পরিবর্তে এখনো প্লাস্টিক ও পলিথিনের ব্যাগ ব্যবহার করছে। এর প্রভাবে আমাদের পরিবেশ আজ হুমকির মুখে চলে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সরকার পলিথিনের ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে প্লাস্টিক ও পলিথিনের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করে।

পাটের বহুমুখী ব্যবহার ও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশে ২০১০ সালে পণ্যের মোড়কীকরণে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়। এ ছাড়া সম্প্রতি নতুন করে পোলট্রি ও ফিশ ফিডের মোড়কে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হলেও তা ব্যবহার করা হচ্ছে না। পোলট্রি ও ফিশ ফিডের মোড়কীকরণে প্লাস্টিক বস্তা ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে পোলট্রি ফিশ শিল্প মালিক সমিতির সদস্যরা পাটের ব্যাগ ব্যবহারে খোঁড়া যুক্তি দেখাচ্ছে। তাদের ভাষ্য, পাটের বস্তা ব্যবহারে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়। কারণ হিসেবে তারা উল্লেখ করেন পাটের বস্তায় যে ছিদ্র থাকে তা দিয়ে বাতাস প্রবেশ করে। ফলে এর গুণগত মান নষ্ট হয়ে যায়। তাই তারা পাটের ব্যাগ ব্যবহার করছে না। আইনের কথা স্মরণ করিয়ে দিলে তারা বলেন, এ আইন করার আগে আমাদের সঙ্গে কথা বলা হয়নি। আমরা আইন করার পর এর প্রতিবাদ জানিয়েছি। আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারটা বিবেচনা করবেন। পোলট্রি বা ফিশের খাবারে পাটের বস্তা ব্যবহার করলে এর গুণগত মান ঠিক থাকবে না বলে তারা অভিযোগ করেন। তবে তাদের একথার সঙ্গে একমত হতে পারেননি বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আর যেসব কোম্পানি সরকারের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে মানুষ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এদেশ আমার ও আপনার সবার। দেশের মানুষ ও পরিবেশকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে।              

কুমিল্লা।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper