ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাঠকের চিঠি

করোনা মুক্তিতে কুমিল্লায় সরকারি হস্তক্ষেপ জরুরি

স্বর্ণা আক্তার
🕐 ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ০৬, ২০২০

বাণিজ্যিক চট্টগ্রাম বিভাগের বৃহত্তর কুমিল্লা জেলায় দিন দিন করোনা রোগীর প্রকট বেড়েই চলছে। এতে নারী, পুরুষ, কিশোর, কিশোরীর কেউই রেহাই পাচ্ছে না। আক্রান্তের সংখ্যার হার অনেক। চিকিৎসা কেন্দ্র এবং কঠোর লকডাউনের অভাব লক্ষ করা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, কুমিল্লায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজারেরও অধিক মানুষ এবং মৃতের সংখ্যাও ৫০ ছাড়িয়েছে। করোনার কারণে মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সেই অনুযায়ী নেই করোনা চিকিৎসা উপযোগী তেমন কোনো চিকিৎসা কেন্দ্র। নেই কোনো পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট)। কুমিল্লা সিটি নগরীতে এবং এ জেলায় বিভিন্ন থানার মধ্যে প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হলেও লকডাউনও সেভাবে মানা হচ্ছে না।

করোনার এ মহামারি থেকে উত্তরণের জন্য সরকারি হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ছে। সরকারের সুনজরই পারে আমাদের রক্ষা করতে। তাহলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারব।

স্বর্ণা আক্তার, শিক্ষার্থী, কুমিল্লা সরকারি মহিলা কলেজ

[email protected]

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper