ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বগুড়ায় ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক

মুহাম্মদ শফিকুর রহমান
🕐 ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

বগুড়ার কৃষকের এখন বড়ই দুর্দিন। তারা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। জেলার শিবগঞ্জ, মহাস্থানগড়ে এক মণ ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, এবং এক পিস এক থেকে দেড় টাকা দরে বিক্রি হচ্ছে। বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে দেড় টাকায়। অথচ ফুলকপি প্রতি পিস ঢাকাতে বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকায়। বাঁধাকপির দামও রাজধানীতে এমন। মানলাম, ঢাকায় পৌঁছার পথে এগুলো অনেক হাত বদল হয়। খরচও হয় অনেক। তারপরও কি এগুলোর দাম ১৫ থেকে ২০ গুণ বেড়ে যাওয়ার কথা?

বগুড়াতে সবজি সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। মূল্য যাই হোক, কৃষক বিক্রি করে দিতে বাধ্য হন। উৎপাদন খরচই ওঠে না, লাভ তো দূরের কথা। সবজি বাজারে নিয়ে আসার পরিবহন খরচও উঠছে না কৃষকের। কৃষকের হাহাকার সর্বত্র ছড়িয়ে পড়ছে। তাদের কান্না দেখার কেউ নেই।

এখানে ৬২ লাখ কৃষক সবজি চাষ করেন। তাদের কথা ভাবার কেউ নেই। এ অবস্থা বেশি দিন চলতে পারে না। মুখরোচক প্রতিশ্রুতি নয়, কৃষকদের জন্য বর্তমান সরকারকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সমস্যা কোথায়, তা কারও অজানা নয়। এখন দরকার কঠোর ব্যবস্থা নেওয়া, বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটানো এবং মধ্যস্বত্বভোগীদের বিদায় করা। এটাই এখন সময়ের দাবি।

বানারীপাড়া, বরিশাল

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper