ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কার্যকর মন্ত্রিসভা চাই

মুহাম্মদ শফিকুর রহমান
🕐 ৯:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ০৭, ২০১৯

বাংলাদেশ ছোট দেশ। বিশাল মন্ত্রিসভার প্রয়োজন কোথায়? বড় মন্ত্রিসভা মানে বেশি খরচ। বরং ছোট মন্ত্রিসভা বেশি কার্যকর হওয়া দরকার। কিছু মন্ত্রীর বিরুদ্ধে, তাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তাই এবার যারা মন্ত্রী হবেন, তাদের ইমেজ, অতীত যেন পরিষ্কার থাকে।

প্রভাবশালী হলেই মন্ত্রী হবেন, সেটা যেন না হয়। যোগ্যদেরই প্রাধান্য দিতে হবে। অর্থ, নৌ, সড়ক, শিক্ষা অত্যন্ত মূল্যবান মন্ত্রণালয়। অযোগ্য লোকের হাতে পড়লে দেশের ক্ষতি হবে। ক্ষমতাসীন দলকে সেটা মাথায় রাখতে হবে। মন্ত্রীদের গাইডলাইন দিয়ে দেওয়া হোক। আগামী ১০০ দিনে তারা কী করবেন, সেটা জানিয়ে দেওয়া হোক। তাদের ফলোআপ করতে হবে। তাদের কাজের জবাবদিহির ব্যবস্থা থাকতে হবে। নচেৎ যেমন দুর্নীতি হবে তেমনি সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। দেশ পিছিয়ে পড়বে।
মন্ত্রীরা কখন কী করেন, সেটা গোপনে তদন্ত করা যেতে পারে। এগুলো দরকার, কারণ মন্ত্রীদের সততা, কর্মে আন্তরিকতা নিয়ে প্রশ্নের শেষ নেই। মন্ত্রী পরিবারের সদস্যদের অবৈধ কর্মের ফিরিস্তি প্রায়ই চোখে পড়ে। একথা অতীতে তারা বলেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
একটি দল যখন বারবার ক্ষমতায় আসে, তখন দলটির পক্ষে অতীতের ভুল শুধরানো সহজ হয়।
আশা করা যায়, আওয়ামী লীগ ভুলগুলো শুধরাতে পারবে। অযোগ্যরা মন্ত্রিসভায় আসবেন না, সৎ, যোগ্যরাই আসবেন। দলে লবিং থাকা বা না থাকা মুখ্য বিষয় হতে পারে না। মানুষের জন্য আন্তরিক হয়ে কাজ করতে পারবেন, এমন লোককেই মানুষ মন্ত্রী হিসেবে দেখতে চান।


মুহাম্মদ শফিকুর রহমান
মিরপুর-১২, ঢাকা

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper