ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইভটিজিং প্রতিরোধ করতে হবে

মকবুল হামিদ
🕐 ৯:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৮

মেয়েরা রাস্তাঘাটে চলতে গেলে সমাজের কিছু বখাটে ছেলে তাদের উদ্দেশ্য করে শিস বাজায়, চোখ টিপ্পনী দেয়, অশ্লীল অঙ্গভঙ্গি, ভিড়ের মধ্যে ধাক্কা দেওয়া, যানবাহন বা মার্কেটে খোঁচা দেয়। আবার অনেক সময় দেখা যায় বখাটের দল তাদের স্মার্টফোন দিয়ে মেয়েদের ছবি তুলে সামাজিক গণমাধ্যমে প্রচার করে, দিনরাত মোবাইলে কল দিয়ে বিরক্ত করে। অনেক অভিভাবক এসব বখাটে লোকদের ভয়ে তাদের মেয়েদের পড়ালেখা বন্ধ করে দিয়েছে।

মেয়েরা বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাতে অনেক অভিভাবক ও শিক্ষকদের জীবনও দিতে হয়েছে। ফলে অনেক মেয়ে পড়ালেখা বাদ দিয়ে গৃহবন্দি হয়ে রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৭৫ ধারায় ‘সর্ব সমাজে অশালীন বা উশৃঙ্খল আচরণের শাস্তি হিসেবে তিন মাস মেয়াদ পর্যন্ত কারাদণ্ড বা ৫০০ শত টাকা জরিমানা বা উভয়দণ্ড শাস্তির বিধান আছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ১০(২)-ধারা অনুযায়ী ইভটিজিংয়ের শাস্তির বিধান থাকলেও ২০০৩ সালে সংশোধনের মাধ্যমে এ ধারাটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। তবে কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কোনো কাজ দ্বারা সম্ভ্রমহানির প্রত্যক্ষ কারণে কোনো নারী আত্মহত্যা করলে তার শাস্তির বিধান এ আইনের ৯ (ক) ধারায় রাখা হয়েছে যা সর্বোচ্চ ১০ বছর এবং অন্যূন ৫ বছর কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। দেশে এত আইন থাকা সত্ত্বেও বখাটেরা ইভটিজিং করছে প্রতিনিয়ত। তাই প্রশাসনসহ সবার দৃষ্টি আকর্ষণ করছি ইভটিজিং প্রতিরোধে এগিয়ে আসুন।

চাঁদপুর সরকারি কলেজ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper