ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সন্তানের প্রতি নজর রাখুন

হামিদুর রহমান
🕐 ৯:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮

সন্তানদের প্রতি পিতামাতার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পিতামাতার অসচেতনতার কারণে অনেক সন্তান কুপথে চলে যাচ্ছে দিনের পর দিন। আমাদের সমাজের কিছু পিতামাতা আছে যারা তাদের সন্তানদের স্কুলে পাঠায় না। ছোট্ট ছেলেদের শিশুশ্রমের দিকে ধাবিত করছে।সন্তানদের প্রতি পিতামাতার অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পিতামাতার অসচেতনতার কারণে অনেক সন্তান কুপথে চলে যাচ্ছে দিনের পর দিন। আমাদের সমাজের কিছু পিতামাতা আছে যারা তাদের সন্তানদের স্কুলে পাঠায় না। ছোট্ট ছেলেদের শিশুশ্রমের দিকে ধাবিত করছে।

যদি কিছু পিতামাতারা তাদের সন্তানদের স্কুলে পাঠায় তারা সঠিকভাবে পড়ালেখা করে না, অসৎ বন্ধুর ফাঁদে পড়ে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে বেড়াতে যায়। কলেজে গিয়ে বন্ধু-বান্ধবীদের নিয়ে মাদকের মতো মরণফাঁদে পা দিচ্ছে। মদ, জুয়া, সিগারেট, আফিম, হেরোইন কিংবা ড্রাগসের ব্যবসার সঙ্গে জড়িয়ে জীবটাকে নরকে পরিণত করছে। সেদিকে পিতামাতারা কোনো খেয়ালই দিচ্ছে না। সন্তানরা প্রাইমারি লেবেলের পড়াশোনা শেষ করা মাত্রই তাদের হাতে নতুন বইয়ের পরিবর্তে তুলে দিচ্ছে নতুন স্মার্টফোন।
ফলে সন্তানরা দিনরাতে পড়ালেখা বাদ দিয়ে সারাক্ষণ মোবাইলে গেমস, ফেসবুকে লিপ্ত থাকে। পিতামাতাদের অসচেতনতার কারণেই এমনটা হচ্ছে।
পিতামাতা সচেতন হলে সন্তানরাও সচেতন হবে এটাই স্বাভাবিক। তাই সব পিতামাতার প্রতি আকুল আবেদন, আপনারা সন্তানের প্রতি বিশেষ দৃষ্টি দিন যাতে তারা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠে।


শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper