ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জনবহুল রাস্তায় বালু বহনকারী ট্রলি কেন?

আজিনুর রহমান লিমন
🕐 ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ০৬, ২০১৮

রাস্তায় মালামাল বহনকারী গাড়ির মধ্যে অন্যতম একটি গাড়ি হলো ট্রলি। মালামাল বহনকারী এ বাহন প্রয়োজনীয় অনেক মালামাল বহন করে মানুষের অনেক উপকারে আসলেও এ ট্রলি রাস্তায় জন্য অনেক ক্ষতিকরও বটে। সড়ক দুর্ঘটনারও অন্যতম একটি কারণ হলো ট্রলি। এলোমেলোভাবে ও অতিরিক্ত স্পিডে ট্রলি চালিয়ে দেশে অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটিয়েছে।

এ গাড়ির ড্রাইভাররা কোনো প্রশিক্ষিত ড্রাইভার নয়। হাজারে একটিও ট্রলির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই। ট্রলি রাস্তার শব্দ দূষণেরও অন্যতম কারণ। এ সকল অবান্তর সমস্যার পাশাপাশি ট্রলি এখন রাস্তার মানুষের চোখে-মুখে বালিতে ভরে দিচ্ছে। জনবহুল রাস্তায় ট্রলিতে বালি নিয়ে নির্দ্বিধায় মারাত্মক স্পিডে গাড়ি চালাতে দেখা যাচ্ছে। ফলে গাড়ির বালি উড়িয়ে পিছনের মানুষকে ভীষণ বিপদে ফেলছে। বিশেষ করে বাইক চালক, ভ্যান চালক, রিকশা চালক, রাস্তার পথিক ও স্কুল-কলেজের কোমলমতি শিশুদের পোশাকসহ সকলের শরীর মারাত্মকভাবে বালিতে ভরে যাচ্ছে। তাদের সামান্য একটু সচেতনতাই এর সমাধান হয়ে যায়। আর তা হলো বালি বহনকারী ট্রলিটি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলেই সকল সমস্যার সমাধান হয়ে যায়। এ সকল ড্রাইভার অধিকাংশই অশিক্ষিত হওয়ায় এ বিষয়ে কথা বললে অপমানিত হতে হয়। তর্কে জড়িয়ে সাধারণ মানুষকে মারাত্মক বিপদে ফেলে। তাই এ বিষয়ে প্রশাসনিকভাবে একটি আদেশের প্রয়োজন। যে আদেশ পালন করতে বাধ্য হবে ট্রলি চালকসহ সকল অসচেতন ড্রাইভাররা। বিষয়টি ভেবে দেখার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।


ডিমলা, নীলফামারী।



 

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Invalid argument supplied for foreach() in /home/www/kholakagojbd.com/post/details-page.php on line 228
Electronic Paper