ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সড়কে ঝরল ১২ প্রাণ

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

বগুড়ার ধুনটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহি (১২) নামে এক স্কুলছাত্র ও রায়হান আলী নামে (৩২) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মাহি গোসাইবাড়ী ফকিরপাড়া গ্রামের মৃত মঞ্জু মণ্ডলের ছেলে। সে গোসাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। অন্যদিকে রায়হান বড়চাপড়া গ্রামের মৃত খোকা সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে গোসাইবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম গুয়াডহুড়ি গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় ব্যবসায়ী রায়হান আলীর মোটারসাইকেলের সঙ্গে মাহির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মাহি, তার বন্ধু বিপ্লব ও রায়হান গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্র মাহি ও ব্যবসায়ী রায়হান আলী মারা যান। বগুড়া মেডিকেল ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ মণ্ডল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়াও জেলার শেরপুর উপজেলার আড়ংশাইল এলাকায় ট্রাকের চাপায় গত বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল আরোহী আসমা খাতুনের (৪৫) মৃত্যু হয়েছে। উপজেলার বিশালপুর ইউনিয়নের করিমপুর তেঘুরি গ্রামের আব্দুর রশিদ ও তার স্ত্রী আসমা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে বুধবার সন্ধ্যার আগে শেরপুর শহরের বাড়ি আসছিল। শেরপুর-জামাইল সড়কের আড়ংশাইল মালতাগাড়ি এলাকায় রাত ৭টার দিকে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আসমা খাতুনের মৃত্যু হয়। শেরপুর থানার ওসি মো. হুমায়ুন কবীর এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বগুড়ায় ৩ জনসহ ছাড়াও আরও দেশের বিভিন্ন স্থানে আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বরগুনায় ২, ব্রাহ্মণবাড়িয়ায় ২, দিনাজপুরে ১, যশোরে ১, নারায়ণগঞ্জে ১, কক্সবাজারে ১ এবং বগুড়ায় ৩ জনসহ মোট ১১ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

বরগুনায় নারী শিশুসহ নিহত ২ : বরগুনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ ২ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বরগুনা-বেতাগী আঞ্চলিক মহাসড়কের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাস দুর্ঘটনায় আহত ১২ জনকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, পানিতে ডুবে থাকা বাসের ভিতর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, দোলন সরকার (৩৬) ও রাজিব চৌধুরী (৩৮)। বৃহস্পতিবার সকাল ৬টায় সদর উপজেলার ঘাটুরা এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের শহীদ চৌধুরীর ছেলে ও দোলন সরকার গাজীপুর সদর থানার হাইলপুর এলাকার আব্দুল জলিল সরকারের ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই গিয়াসউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দিনাজপুরে নিহত ১ : দিনাজপুরের চিরিরবন্দরে বিআরটিসি বাসের ধাক্কায় টংগো নাথ রায় (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর রাণীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার ওসি জি এম শামসুর নুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত টংগো নাথ রায় জেলার খানসামা উপজেলার টংগুয়া গ্রামের বাসিন্দা।

যশোরে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত : ট্রাকের ধাক্কায় আলী আরশাদ (৬০) নামে কৃষক নিহত হয়েছেন। যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুরের মুলুমমিয়া বটতলা নামক স্থানে বেলা আজ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আরশাদ মণিরামপুর উপজেলার নুরগড়ী গ্রামের বাসিন্দা।

নারায়ণগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় রাসেল ওরফে শুভ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার বিকেলে বন্দরের ফুলহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাসেল নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চাপাতলী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বন্দর থানার ওসি রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কক্সবাজারে প্রাণ গেল ট্রলিচালকের : কক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মামুনুর রশীদ (২৭) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কলাতলী এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালক মামুনুর রশীদ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা এলাকার আব্দুল খালেকের ছেলে। চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুল আলম এ তথ্য জানিয়েছেন।

 
Electronic Paper