ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রিজের রেলিং ভেঙে নারীসহ নিহত ১১

সড়কে আরও সাত মৃত্যু

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ধুলদী বাজার ও নগরকান্দা উপজেলার তালমা মোড়ে শনিবার বেলা আড়াইটার দিকে এ দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর সদর উপজেলার ধুলদী বাজার এলাকায় যাত্রীবাহী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ধুলদী ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে ঘটনাস্থলে দুই নারীসহ ছয় বাসযাত্রী নিহত হন। আহত ২০ যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও দুজন যাত্রী।

অপরদিকে নগরকান্দা উপজেলার তালমা মোড়ে আর কে ট্রাভেলসের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী নগরকান্দা উপজেলার রেশমা বেগম (৩২) তার ছেলে রনি (১২) ও পথচারী আবুল সিকানদারকে (৪০) চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

এছাড়াও সারা দেশে নিহত হয়েছেন আরও সাতজন। পৃথক দুর্ঘটনায় কুড়িগ্রামে ২, ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও ও দিনাজপুরে একজন করে নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকায় পথচারী নিহত : সাভারের আশুলিয়ায় বাসচাপায় মঞ্জুরুল ইসলাম (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও বাসের চালক পালিয়ে গেছে। গতকাল সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ায় সেনাসদস্য নিহত : রংপুর-বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে ঘটনাস্থলে এক সেনা সদস্য নিহত হন। লক্ষ্মীপুরের বাসিন্দা বান্দরবানে কর্মরত সেনা সদস্য সার্জেন্ট আব্দুল আজিজ (৩৫) ঘটনাস্থলে মারা যান।

কুড়িগ্রামে পৃথক ঘটনায় নিহত ২ : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ট্রলিচাপায় জিনিয়া আক্তার জুই (২) না?মে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দি?কে উপজেলার সোনাহাট স্থল বন্দর সড়কের পাটেশ্বরী বাজারের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে শনিবার ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে ওই নারী ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের পানিমাছকুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে চালক নিহত : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পোশাক কারখানার স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষে মেহেদী নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের বার্মাশিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ে পরিবহনকর্মী নিহত : ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঢাকা থেকে ছেড়ে আসা তাজ পরিবহন নামে এক নৈশকোচের হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম ইউসুফ (৩৪)। বাড়ি চাঁদপুর জেলায়। শনিবার সকালে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অদূরে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরে নিহত ১ : দিনাজপুরের হিলিতে মোটরসাইকেলের ধাক্কায় ট্রাকশ্রমিক নজরুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। শনিবার দুপুরে বন্দরের কলেজ রোড পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

 
Electronic Paper