ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সারা দেশে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

খোলা কাগজ ডেস্ক
🕐 ৮:১৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৯

‘জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে-

বরগুনা : শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে বরগুনায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগ দিবসটি পালন করেছে। এ উপলক্ষে শোভাযাত্রা শেষে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবদুস সালাম, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা ও বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল।

ব্রাহ্মণবাড়িয়া : শহরের লোকনাথ দীঘিরপাড় থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ, সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, সদর জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুম ইফতেখার প্রমুখ।

ভাঙ্গুড়া (পাবনা) : উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পরিবার পরিকল্পনা অধিদফতরের ইউনিয়ন পর্যায়ে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রহিমা খাতুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, ডা. সজল পারভেজ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি গিয়াস উদ্দিন ও ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবদুল খালেক।

ফেনী : দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞার সভাপতিত্বে পরিবার পরিকল্পনা পরিদর্শক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদ মাহমুদ, সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক সাহেদা ইয়াছমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খলিলুর রহমান।

দৌলতপুর (কুষ্টিয়া) : দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাশিরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ) : উপজেলা হাসপাতাল থেকে শোভাযাত্রা শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহদি হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একরামউল্যাহ, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা।

মাধবপুর (হবিগঞ্জ) : উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.এইচ.এম ইশতিয়াক মামুন, প্রেস ক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, এনজিও প্রতিনিধি বশির আহম্মদ, ডা. বিন্তি শর্মা উর্মিলা প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহর সভাপতিত্বের আলোচনা সভার আয়োজন করা হয়।

কলাপাড়া (পটুয়াখালী) : উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া প্রেস ক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্র্তা ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহাম্মেদ সুমন, কাউখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ রিয়াজ আহাম্মদ নাহিদ, সাংবাদিক জিয়াদুল হক, হাসিনা আক্তার, রেজিনা ইয়াসমিন প্রমুখ।

পলাশ (নরসিংদী) : উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে পলাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন, পলাশ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম খাইরুল আমিন, মেডিকেল কর্মকর্তা ডা. জাহানারা আক্তার প্রমুখ।

পাথরঘাটা (বরগুনা) : উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজলি বালা মিত্র।

কাপাসিয়া (গাজীপুর) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আব্দুস সালাম সরকার প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোনিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার প্রমুখ।

ভোলা : জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পরিবার পরিকল্পনা বিভাগীয়, স্বাস্থ্য বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সহকারী কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।

বোয়ালমারী (ফরিদপুর) : উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও বেসরকারি সংস্থা সূর্যের হাসি নেটওয়ার্কের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দ রাসেল রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস, মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মো. রবিউল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা স্বপ্না মজুমদার প্রমুখ।

দশমিনা (পটুয়াখালী) : শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আলোচনা সভায় উপজেলা পরিকল্পনা কর্মকতা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নহার খাঁন ডলি, স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ।

ফরিদপুর : এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী পরিচালক ডা. মো. ছানোয়ার হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকার্ত মো. কামরুল হাসান প্রমুখ।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমারখালী (কুষ্টিয়া) : উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে শোভাযাত্রা বের হয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূর-ই-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান।

মাগুরা : জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহাম্মদ আলী আকবর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : উপজেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতাল মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং কেয়ার বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা অনন্ত কুমার পাল।

শিবপুর (নরসিংদী) : দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান।

হোমনা (কুমিল্লা) : এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি বিভিন্ন দফতর, স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী।

বাগাতিপাড়া (নাটোর) : এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বড়াল সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম।

দিনাজপুর : পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে এবং স্থানীয় এনজিওদের সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মাহমুদুল আলমের নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. আবু নছর নুরুল ইসলাম চৌধুরী। পরে আলোচনা সভায় পরিবার পরিকল্পনা অধিদফতর দিনাজপুরের উপ-পরিচালক ডা. মো. আবু নছর নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

আদমদীঘি (বগুড়া) : শোভাযাত্রা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা বেগম, আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিউল করিম তালুকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

নলডাঙ্গা (নাটোর) : উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল করিম আব্বাসী বকুল, ব্রহ্মপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, ব্রহ্মপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, মাধনগরের আনারুল হক প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) : উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং ল্যাম বর্ন অন টাইম প্রকল্পের সহযোগিতায় দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর : প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চাই’ সেøাগানে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম।

নবাবগঞ্জ (দিনাজপুর) : দিবসটি উপলক্ষে শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান অংশগ্রহণ করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন, ইউপি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন, মো. এনামুল হক উপস্থিত ছিলেন।

পাঁচবিবি (জয়পুরহাট) : দিবসটি উপলক্ষে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন ম-ল।

পার্বতীপুর (দিনাজপুর) : উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছেরাজুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা শাহিদা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মাফি, মেডিকেল কর্মকর্তা ডা. তামান্না ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমেরুল মোমেনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ প্রমুখ।

পোরশা (নওগাঁ) : এ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইবনে ইমাম। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান।

শেরপুর (বগুড়া) : এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভা শেরপুর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদুল হাসান রানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ, শেরপুর পৌরসভার মেয়র মো. আব্দুস সাত্তার, শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের প্রমুখ।

 
Electronic Paper