ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নুসরাত জাহান রাফি হত্যা

বিচার দাবিতে উত্তাল দেশ

খোলা কাগজ ডেস্ক
🕐 ৯:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯

ফেনীর সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তাল সারা দেশ। সোমবার বিভিন্ন সংগঠনের ব্যানারে দেশের নানা জায়গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

নোয়াখালী : নোয়াখালী টাউন হল মোড়ে হাতিয়া ষ্টুডেন্ট ফোরাম নোয়াখালীর আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। হাতিয়া ষ্টুডেন্ট ফোরামের সভাপতি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে নোয়াখালী ব্লাড হান্টার, ফেরারী নেটওয়ার্ক গ্রুপ, বিজয় ৭১ পাঠাগার সহ বিভিন্ন সহযোগী সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবি করেন।

মাগুরা : মাগুরা জেলা মহিলা পরিষদের আয়োজনে শহরের চৌরঙ্গীর মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এটিএম আনিসুর রহমান, কেন্দ্রীয় নেত্রী লিপিকা দত্ত, সহ সভপতি কাজী লাবনী জামানসহ অন্যরা। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পাপিয়া রহমান। মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্র ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বরগুনা : সেক্টরস কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ ও বরগুনা জেলা মহিলা পরিষদের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ওই দুই সংগঠনের সদস্য ছাড়াও লোকবেতার, বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহন করেছে। বরগুনা প্রেসক্লাবের সামনে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সেক্টরস কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ’৭১ এর সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এড. মোঃ শাহজাহান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুল হালিম, জেলা মহিলা সমিতির সভানেত্রী মাহফুজা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা প্রমুখ।

সালথা (ফরিদপুর) : উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা আমজাদ আলী বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ হোসেন টিটুল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমারত হোসেন, সহকারী প্রধান শিক্ষক অনিক এহসান, সহকারী শিক্ষক মোঃ লায়েকুজ্জামান, মৃদুল কুমার দাস, গুলশান আরা বেগম, সানজিদা আক্তার, আলী মূর্তাজা, মোহাম্মাদ আলী মোস্তফা প্রমূখ।

কলাপাড়া (পটুয়াখালী) : শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মসূচীর আয়োজন করে উদীচী শিল্প গোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ ও মহিলা ক্লাব। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কলাপাড়া পৌরশহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে।

 
Electronic Paper