ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দর্শনা সীমান্ত থেকে ৬ ভারতীয় এয়ারগান উদ্ধার

অনলাইন ডেস্ক
🕐 ৯:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ০১, ২০২৩

দর্শনা সীমান্ত থেকে ৬ ভারতীয় এয়ারগান উদ্ধার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। এ সময় পাচার কাজে জড়িত দুই ব্যক্তি পালিয়ে যায়। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে দর্শনার ফুলবাড়ি সীমান্তের বেদেপোতা মাঠ থেকে এয়ারগানগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

 

চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, ভারত থেকে অবৈধভাবে অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

ফুলবাড়ি বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেন সীমান্তের ৮৬নং মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছিল। এসময় ভারতে থেকে দুইজন ব্যাক্তি মাথায় করে কার্টুন নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টুন ফেলে ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়।

পরে, কার্টুনের মধ্য থেকে ৬টি ভারতীয় অত্যাধুনিক এয়ারগান উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির এ ধরনের টহল অব্যাহত থাকবে। বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে।

 
Electronic Paper