ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাগলের কুড়ালের আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর

অনলাইন ডেস্ক
🕐 ৯:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ০১, ২০২৩

পাগলের কুড়ালের আঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর

 হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বাজারে মুনসুর আলী নামে এক ধান ব্যবসায়ী কুড়ালের আঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারী) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থলেই সেই ব্যবসায়ী মারা যান।

 

নিহত মুনসুর আলী দিনাজপুর জেলার বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গগণপুর গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

তিনি বলেন, ধান ক্রয় করার জন্য কাঠালডাঙ্গী বাজারে মুনসুর আলী আসেন। পরে সন্ধ্যার দিকে তিনি চায়ের দোকানে বসা ছিলেন। হঠাৎ করেই খালেক নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কুড়াল দিয়ে তাকে কোপ দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। খালেককে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আটক করে। বর্তমানে সে পুলিশি হেফাজতে আছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
Electronic Paper