ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি
🕐 ৯:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ০২, ২০২২

গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিরবিচারে গণহত্যার চালিয়েছে পাক হানাদার বাহিনী। সেই গণহত্যার জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন ‘আমরা একাত্তর’।

রোববার (০২ অক্টোবর) সকালে জেলা শহরের সেরে বাংলা পার্ক মোড়ের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।

এতে উদীচীর জেলা সভাপতির ও ভজনপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আহসান কিবরিয়া, বাংলাদেশ জাসদের জেলি সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র, সরকারি মহিলা কলেজের অর্থনৈতি বিভাগের বিভাগী প্রধান হাসনুর রশিদ বাবু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকরুজ্জাম আকতার, সমাজকর্মী আব্দুল হান্নান, কবি শাহাজামাল সরকারসহ, বাংলাদেশ জাসদ ও উদীচীর নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংগঠিত গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবির প্রেক্ষিতে বিষয়টি ৩ অক্টোবর ২০২২ জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনের এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। একাত্তরের গণহত্যাকে জাতিসংঘ কর্তৃক গণহত্যার স্বীকৃতি প্রদান নিশ্চিত করার দাবীতে মহান মুক্তিযুদ্ধ পক্ষের সকল শক্তিকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়।।

 
Electronic Paper