ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন নটর ডেম শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
🕐 ৩:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন নটর ডেম শিক্ষার্থীরা

রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।

এই ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনার বিচার না হলে আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলনরত নটর ডেম কলেজের শিক্ষার্থীরা এ আল্টিমেটাম দেন। এসময় তারা মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে আবারও আন্দোলন শুরু করেন।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে মতিঝিল শাপলা চত্বরে দ্বিতীয় দিনের মতো কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজউক ভবনের দিকে অগ্রসর হন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা বিচার চাই’ ‘নিরাপদ সড়ক চাই’-সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

গতকাল বুধবার রাজধানীর গুলিস্তানে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসান (১৮) হাসান নিহত হন। জানা যায়, ওই মহলাবাহী গাড়ির চালক ডিএসসিসির নিয়োগপ্রাপ্ত চালক ছিলেন না। তিনি ছিলেন পরিচ্ছন্নতাকর্মী।

বুধবারও এ ঘটনায় বিক্ষোভ-অবরোধ করেন নিহতের সহপাঠী ও শিক্ষার্থীরা। তাদের বুকে-পিঠে লেখা ছিল- ‘আমি বাঁচতে চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’। এদিন তারা নগর ভবনে (ডিএসসিসি) প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

 
Electronic Paper