ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রধানমন্ত্রীর ওমরাহ পালন

দেশের জন্য মোনাজাত

ডেস্ক রিপোর্ট
🕐 ১০:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ওমরাহ পালন করেছেন। গত বৃহস্পতিবার রাতে ওমরাহ পালন করেন তিনি। প্রধানমন্ত্রী প্রথমে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করেন এবং পরে সাফা ও মারওয়া সায়ি করেন। এ সময় তিনি বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকা সদস্যরাও ওমরাহ পালন করেন। এর আগে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে সড়কপথে জেদ্দা থেকে পবিত্র মক্কা নগরীতে পৌঁছান।

চার দিনের সরকারি সফরে সৌদি আরবে যান তিনি। গত বুধবার পবিত্র মদিনায় মসজিদ-ই-নববীতে মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর রওজা মুবারক জিয়ারতের পর জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ এবং দুটি পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে গত মঙ্গলবার সৌদি আরবে পৌঁছান।

 
Electronic Paper