ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আইয়ুব বাচ্চুর প্রথম জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
🕐 ২:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুমা রাজধানীর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় আনুমানিক ৫০ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। এছাড়া জানাজা শেষ হলেও অনেক মানুষকে জাতীয় ঈদগাহ মাঠে আসতে দেখা যায়।

এর আগে বেলা সাড়ে ১২টার পর জানাজার জন্য জাতীয় ঈদগাহে আনা হয় জনপ্রিয় ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ।

তার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য তার মরদেহ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাখা হয়। সেখানে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান লাখো ভক্ত।

এখন আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে মগবাজারে তার নিজের স্টুডিও এবি কিচেনে। পরে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা হবে চ্যানেল আই প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা শেষে এই শিল্পীর মরদেহ ফের হিমঘরে রাখা হবে।

অস্ট্রেলিয়া ও কানাডা থেকে আইয়ুব বাচ্চুর মেয়ে ফাইরুজ সাফরা আইয়ুব এবং ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব দেশে ফিরলে শনিবার চট্টগ্রামে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু মারা যান। তার আকস্মিক মৃত্যুতে সাংস্কৃতিক জগতসহ সারাদেশে শোকের ছায়া নেমে আসে।

তিনি ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। এলআরবি ব্যান্ড দলের লিড গিটারিস্ট তিনি। তিনি ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।

 
Electronic Paper