ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিভিন্ন স্থানে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা

জেলা প্রতিনিধি
🕐 ৭:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১

বিভিন্ন স্থানে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা

‘সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের উদ্যোগে এ সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

নাটোর : নাটোরে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। সকালে উপজেলা আ.লীগ কার্যালয় হতে ব্যানার ফেস্টুন নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এসময় বিভিন্ন মোড়ে থেমে থেমে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ করা হয়। এর আগে আ.লীগ পরিবারের সদস্যরা দলে দলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জমায়েত হন। সমাবেশে আ.লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল প্রমুখ।

ধুনট (বগুড়া) : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টার দিকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রলীগের সম্প্রীতি সমবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বীর রহমান হ্যাভেন বক্তব্য রাখেন।

নওগাঁ : নওগাঁয় সম্মিলিত সাংস্কৃতিক জোট সম্প্রীতি রক্ষা দিবস পালন করেছে। সকালে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা কমিটির সভাপতি মনোয়ার হোসেন লিটন এতে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জেট নওগাঁ জেলা কমিটির উপদেষ্টা প্রফেসর মাঃ শরিফুল ইসলাম খান, কায়েস উদ্দিন, মোসাদ্দেক হেসেন, সিদ্দিকুর রহমান, মুকুল চন্দ্র কবিরাজ, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র প্রমুখ।

রানীনগর (নওগাঁ) : সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাঁড়াও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মূর্তি ভাঙচুর, বাড়িঘড়ে অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে নওগাঁর রানীনগর উপজেলায় শান্তি ও সম্প্রীতি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকালে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আদমদীঘি উপজেলা পরিষদ থেকে শান্তি শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে শেষ হয়। সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, আবু রেজা খান, সাজেদুল ইসলাম, সুমিনুল ইসলাম সুমন, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি প্রমুখ।

পাবনা : পাবনায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তি শোভাযাত্রা বের হয়। জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সাংগঠনিক সম্পাদক বিজয় ভূষণ রায়, মোশারফ হোসেন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সোহেল হাসান শাহিন, তসলিম হাসান সুমন প্রমুখ।

নীলফামারী : নীলফামারীতে বৃষ্টি উপেক্ষা করে শান্তি শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। দুপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে সম্মিলিত সাংস্কৃ্িতক জোটের উদ্দোগে সম্প্রীতি রক্ষা দিবসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মহিলা পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রচ্ছদ কুড়িগ্রাম, সাম্প্রতিক কুড়িগ্রাম, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ঐতিহ্য কুড়িগ্রাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, আব্রাহাম লিংকন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, আব্দুল বাতেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এস.এ ছানালাল বকসী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ
প্রমুখ।

 

 
Electronic Paper