ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুরকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮

বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৮ অক্টোবর তাকে দুদকের সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে এসে বক্তব্য দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত নোটিসে এই তলব করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নোটিসে লতিফুর রহমানকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপিসহ দুদকের প্রধান কার্যালয় সেগুন বাগিচায় হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।’

দুদক সূত্র জানায়, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ট্রান্সকম গ্রুপভুক্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্যাস-বিদ্যুৎ বিল, ভ্যাট ইত্যাদি ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন দেশে অর্থ পাচার এবং অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

 
Electronic Paper