ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য আর নেই

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:৪৩ অপরাহ্ণ, মে ০৬, ২০২১

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্য আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য আর নেই। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকবি কবির বকুল। তিনি জানান, এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

জানা গেছে, অনুপ ভট্টাচার্যের দুই কন্যা বর্তমানে দেশে রয়েছেন। তার মরদেহ আপাতত বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আগামীকাল সকালে তার শেষকৃত্যের উদ্যোগ নেয়া হবে।

১৯৪৫ সালে জন্ম নেওয়া অনুপ ভট্টাচার্য বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলোসহ বেশক'টি সমবেত গানে কণ্ঠ দেন তিনি।

এছাড়া অনেক গানেরও সুরারোপ করেন এই গুণী শিল্পী। এর মধ্যে রফিকুল ইসলামের গাওয়া 'বৈশাখী মেঘের কাছে' এবং মিতালী মুখার্জির কণ্ঠে ‘সুখ পাখি রে’ গান দু'টি জনপ্রিয় হয়।

 
Electronic Paper