ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মুভমেন্ট পাসের জন্য ৪৬ ঘণ্টায় ১৬ কোটি হিট

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

মুভমেন্ট পাসের জন্য ৪৬ ঘণ্টায় ১৬ কোটি হিট

লকডাউন চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণ ও মানুষের জরুরি প্রয়োজনে যাতায়েতের জন্য বাংলাদেশ পুলিশের উদ্যোগে চালু হওয়া মুভমেন্ট পাস অ্যাপটি চালু করার পর হতে প্রথম ৪৬ ঘণ্টায় প্রায় ১৬ কোটি মানুষ নক/হিট করেছে।

ওয়েবসাইটের প্রাপ্ত ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায়, গত ১৩ এপ্রিল বেলা ১১টার সময় এটি উদ্বোধন করা হয়। আজ ১৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত ওই ওয়েবসাইটে মোট ১৫ কোটি ৯৯ লক্ষ ২২ হাজার ৬৫টি নক/হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে ৫৭ হাজার ৯৪২টি হিট/নক হচ্ছে।

উক্ত ৪৬ ঘণ্টায় মোট ৪ লাখ ৯৭৭ জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেছেন। তাদের প্রদত্ত তথ্যের বিশ্লেষণ করে ৩ লাখ ১৬ হাজার ৮০১ জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট গন্তব্যের জন্য এই ‘মুভমেন্ট পাস’ ইস্যু করা হয়। ওই সময় অতিবাহিত হলে কিংবা নির্ধারিত গন্তব্য থেকে অন্য কোথাও যেতে হলে পুনরায় এই মুভমেন্ট পাস ইস্যু করতে হবে। এই পাস কেবল জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য।

 
Electronic Paper