ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনায় আরও ১৪ মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

খোলা কাগজ ডেস্ক
🕐 ৫:৩৫ অপরাহ্ণ, মার্চ ০৮, ২০২১

করোনায় আরও ১৪ মৃত্যু, বেড়েছে শনাক্তের হার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৭৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪৫ জন, যা সর্বশেষ ৫৪ দিনের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে করোনার রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন হয়েছে। এর আগে সর্বশেষ ১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন ৮৯০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল।

সোমবার (৮ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ১৬ হাজার ৯৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৬৬০টি। গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষার চার দশমিক ৯৮ শতাংশ রোগীর করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৪১ লাখ ৬৩ হাজার ১৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ১৪ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী চারজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন ও চট্টগ্রাম বিভাগে আটজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৪০৭ জন ও নারী দুই হাজার ৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ১১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ৪ হাজার ১২০ জন হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ।

 
Electronic Paper