ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

জিডিপি বড়লেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:৫২ অপরাহ্ণ, মার্চ ০৪, ২০২১

জিডিপি বড়লেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে: এলজিআরডি মন্ত্রী

দেশে জিডিপি বাড়লেও নির্বাচন নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম। তিনি বলেন, ‘গত ১২ বছরে দেশ অনেক এগিয়েছে। আমাদের জিডিপি অনেক বেড়েছে। যদিও আমাদের নির্বাচন নিয়ে অনেক তর্ক-বিতর্ক আছে।’ বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে গ্রাম আদালত কার্যক্রমের ওপর প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা দিনে দিনে গ্রামীণ জনগণের নিকট জনপ্রিয় হয়ে উঠছে। গ্রাম আদালতের আইনগত বিষয়গুলো আরো যুগোপযোগী করার জন্য সরকার ইতোমধ্যে সংশোধনের ব্যবস্থা নিয়েছে। আগামীতে গ্রাম আদালত ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে দেশের সব ইউনিয়নে গ্রাম আদালত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ইতিবাচক পরিবর্তনে উপজেলা নির্বাহীদের অবদান রাখার আহ্বান জানান মন্ত্রী।

গ্রাম আদালত কার্যক্রমের বাস্তবতা পরিদর্শনে উপজেলা নির্বাহীদের আহ্বান জানান তাজুল ইসলাম।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জিসহ দেশের ১২৮টি উপজেলা নির্বাহী কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

 
Electronic Paper