ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই ডিসির শাস্তি    

নিজস্ব প্রতিবেদক
🕐 ৪:০২ অপরাহ্ণ, মার্চ ০৪, ২০২১

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই ডিসির শাস্তি    

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও প্রকাশের পর ওএসডি করা জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করা করেছে। তিনি কর্মজীবনে আর পদোন্নতি পাবেন না এবং বেতন পাবেন বর্তমানে যা পান তার অর্ধেক বলে জানিয়েছে জনপ্রসাশন মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুণ সংবাদমাধ্যমকে জানান, জামালপুরের ঘটনায় আহমেদ কবীরকে শাস্তি দেওয়া হয়েছে। তাকে নিম্ন পদে নামিয়ে দেওয়া হয়েছে। তার কখনও পদোন্নতি হবে না। তিনি উপসচিব হিসেবে তার চাকরি জীবন শেষ করবেন। 

তিনি বলেন, পঞ্চম গ্রেডে তার মূল বেতন প্রায় ৭০ হাজার টাকা। এখন তিনি মূল বেতন পাবেন ৩৫ হাজার টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুবিধাও পাবেন।

২০১৯ সালের ২২ আগস্ট সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জামালপুরের তৎকালীন ডিসি আহমেদ কবীরকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ভিডিও প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। তবে জেলা প্রশাসক ঘটনাটি অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন তখন। এরপর ২৫ আগস্ট ডিসিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

 

 
Electronic Paper