ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্য সহযোগিতা করছে ওআইসি’

নিজস্ব প্রতিবেদক
🕐 ৭:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

‘রোহিঙ্গাদের ন্যায়বিচারের জন্য সহযোগিতা করছে ওআইসি’

ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সবসময় আছে ওআইসি। ওআইসি চায় রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সাথে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য আন্তর্জাতিকভাবে ঐকমত্য করতেও কাজ করছে।’

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ওআইসির সহকারী মহাসচিব আরও বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এ যে মামলা চলছে ওই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায়বিচার পান তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি।

আলডোবেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন। বৈঠকে প্রতিনিধি দলে ওআইসির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে পাঁচ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয় সদস্য রয়েছে।

এর আগে প্রতিনিধি দলটি রোববার সকালে হেলিকপ্টারযোগে ভাসানচরে যায়। ওখানে তারা কক্সবাজার থেকে স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তর রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। এরপর সেখান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়া পৌঁছান।

 
Electronic Paper