সীমান্তে সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের
নিজস্ব প্রতিবেদক ৮:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

সীমান্তে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ ও ভারত। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারতের ১৯তম স্বরাষ্ট্র সচিব পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠকে এসব আলোচনা হয়। দিল্লির প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে দুই দেশের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কার্যক্রম চালাতে পারবে না কেউ। সেজন্য সীমান্তে অসম্পন্ন বেড়া তৈরির কাজ দ্রুত সম্পন্ন করতে উভয় পক্ষই একমত হয়েছেন। এছাড়া নকল ভারতীয় মুদ্রা পাচার রোধে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন তারা।
এছাড়া সীমান্ত সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করে এক্ষেত্রে আরও সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন ও ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা।