ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

করোনার ভ্যাকসিন কিনতে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
🕐 ৫:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

করোনার ভ্যাকসিন কিনতে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি

করোনা ভ্যাকসিন কর্মসূচিতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা করতে প্রস্তাব দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এ প্রস্তাবের কথা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস।

পরে প্রেস সচিব ইমরুল কায়েস সাংবাদিকদের জানান, করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রসংশা করেছেন মনমোহন প্রকাশ। এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা করছে বলেও জানিয়েছেন তিনি।

ইমরুল কায়েস আরও বলেন, সেসময় করোনা ভ্যাকসিন কর্মসূচিতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা করতে এডিবির প্রস্তাবের কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর। আলাপকালে ঢাকা-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেললাইন নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনার ক্ষতি পোষাতে বাংলাদেশের সকল অর্থনৈতিক সেক্টর খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপোযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন মনমোহন প্রকাশ। তিনি জানান, সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে আর্থিক কর্মকাণ্ড খুলে দেয়ায় জিডিপিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

পরে প্রধানমন্ত্রীর হাতে এডিবির প্রকাশিত বই ‘এশিয়ার সমৃদ্ধির যাত্রা : নীতি, বাজার এবং প্রযুক্তি ৫০ বছরেরও বেশি’ এবং ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনোমিক করিডোর কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ তুলে দেন মনমোহন।

 
Electronic Paper