ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গ্রেনেড হামলার রায় নিয়ে কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
🕐 ১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় মামলার রায়কে কেন্দ্র করে কোনও ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্রাব) আয়োজনে ছবি আঁকার প্রতিযোগিতা পরিদর্শনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘আগামী ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করবে আদালত। এই রায়কে কেন্দ্র করে কোনও ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমন করা হবে।’
মনিরুল ইসলাম আরও বলেন, ‘আসন্ন দূর্গাপূজাকে কেন্দ্র করে কোনও হামলার আশঙ্কা নেই। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে তাদের উৎসব পালন করতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 
Electronic Paper