তৃতীয় ধাপের পৌর নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ
জ্যেষ্ঠ প্রতিবেদক ৭:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১

আগামী ৩০ জানুয়ারি শনিবার অনুষ্ঠেয় তৃতীয় ধাপের পৌর নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এই তালিকা প্রকাশ করেন।
এর আগে ইসি তৃতীয় ধাপে ৬৪টি পৌর নির্বাচনের তফসিল ঘোষনা করলেও একজন মেয়র প্রার্থী মারা যাওয়ায় ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ভোট স্থগিত করা হয়।
ইসি জানায়, ৬৩ পৌরসভায় সাধারণ নির্বাচনে অংশ নেয়া উপলক্ষে নির্বাচনী এলাকায় থাকছে না সাধারণ ছুটি। শুধু নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে প্রথম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হয় ২৪টিতে। আর দ্বিতীয় ধাপে নির্বাচন হয় ৬০টি পৌরসভায়।