ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

খসড়া তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৪৬৫০৪৬ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ৫:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

খসড়া তালিকা প্রকাশ, নতুন ভোটার ১৪৬৫০৪৬ জন

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। খসড়া তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। ১৭ জানুয়ারী, রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ২০১৯-২০২০ সালের হালনাগাদে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন, মহিলা ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ জন এবং হিজড়া হিসেবে আবেদন করেছেন ১৫ জন।

কারো কোনো তথ্য ভুল থাকলে বা সংশোধন করার প্রয়োজন হলে তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারীর মধ্যে আবেদন করতে হবে বলেও জানান তিনি।

আজ ১৭ জানুয়ারী, রোববার পর্যন্ত ইসির তালিকায় মোট ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন, মহিলা ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং হিজড়া ভোটার ৩৭৫জন।

সচিব আরও জানান, এখানে মৃত ভোটারদের বাদ দেওয়া হয়নি। ২ মার্চ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তখন সেখানে মৃত ভোটারদের তথ্য থাকবে।

 
Electronic Paper