ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কাল শুরু শীতকালীন অধিবেশন

নিজস্ব প্রতিবেদক
🕐 ৯:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

কাল শুরু শীতকালীন অধিবেশন

জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার। সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। প্রতি বছরের মতো ওই দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সরকারের কার্যক্রম তুলে ধরে ভাষণ দেবেন।

 

এ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতির কারণে ১২ থেকে ১৪ কার্যদিবস অধিবেশন চালানো হতে পারে। অধিবেশন শুরুর আগে এবারও সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করা হবে। প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ কারণে ওই দিন সবাই অংশ নিতে পারবেন।

 
Electronic Paper