পি কে হালদারের ‘বান্ধবী’ অবন্তিকা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ১:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে তার বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে একটি দল আজ ১৩ জানুয়ারী, বুধবার দুপুর ১টার দিকে অবন্তিকা বড়ালকে গ্রেফতার করে।
দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, পি কে হালদারের টাকা পাচার, জনগণের জামানত লুটপাটসহ নানা অনিয়মে অবন্তিকা বড়ালের সংশ্লিষ্টতার প্রমাণ তদন্তে উঠে এসেছে। কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও দুদকের ডাকে সাড়া দেননি তিনি। অবন্তিকাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে গত ৫ জানুয়ারি পি কে হালদারের মা লিলাবতী হালদার ও অবন্তিকা বড়ালসহ ২৫ জনের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।