ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

প্রধম ধাপের পৌর ভোটে ১৩৩৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ৬:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ০২, ২০২০

প্রথম ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনের জন্য ১ হাজার ৩৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।  তাদের মধ্যে  মেয়র পদে ১১২ জন,  সংরক্ষিত নারী আসনে ২৮৩ এবং  সাধারণ বা কাউন্সিলর পদে ৯৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বুধবার এ তথ্য জানান।

ইসির তফসিল অনুযায়ী এসব পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ২৮ ডিসেম্বর। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর)। আর রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয় হবে আগামীকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 
Electronic Paper