ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সড়কে ঝরল ৭ প্রাণ

ডেস্ক রিপোর্ট
🕐 ৯:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন জেলায় নিহত হয়েছেন অন্তত ৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, শেরপুর উপজেলার বাজিতখিলা সুলতানপুর, নওগাঁর ধামইরহাট, চট্টগ্রামের মিরসরাই পৌর সদর, জয়পুরহাটের আক্কেলপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

খোলা কাগজের প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), মৃত সোলমান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও মৃত হাবিবুল্লা মিয়ার ছেলে শহীদুল্লা (৩০)। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুর : শেরপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আকলিমা ওরফে শেফালি নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনা আরও দুইজন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বাজিতখিলা সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নালিতাবাড়ী উপজেলার সিধুলী গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, শেফালী বেগম নিজ বাড়ি থেকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে সিএনজিযোগে হাসপাতালে আসছিল। এ সময় সুলতানপুর নামক স্থানে আসলে আরেক সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শেফালী বেগমের মৃত্যু হয়। এ সময় আহত হয় দুইজন যাত্রী। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ভুটভুটির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বিহারীনগর মোড়ে এ ঘটনা ঘটে।

ধামইরহাট থানার ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে লাশ এবং ভুটভুটি উদ্ধার করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর অভিযোগ, নিয়ন্ত্রণহীন ভুটভুটি সড়ক-মহাসড়কে মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এ সব দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ এখন গ্রহণ করা দরকার, না হলে এভাবেই প্রাণ দিতে হবে অনেককে।

মিরসরাই : মিরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল সকাল ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নুরুল আলম (৫০)। তিনি উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামের আহমেদুর রহমানের ছেলে।

জানা গেছে, বুধবার সকালে নুরুল আলম তার বেয়াই (মেয়ের শশুর) নেয়ামত উল্লাহ’র সঙ্গে মোটরসাইকেলে ওচমানপুর থেকে সীতাকু- যাচ্ছিল। মিরসরাই সদর অতিক্রম করার সময় একটি গাড়ি চাপা দিলে মোটরসাইকেলে থাকা নুরুল আলম ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএস আই খোন্দকার বাবুল ইসলাম বলেন, নুরুল আলমকে চাপা দেওয়া কাভার্ডভ্যান আটক করা হয়েছে।

আক্কেলপুর : জয়পুরহাটের আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় দূখা চাকি (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল সকালে আক্কেলপুর-ক্ষেতলাল সড়কের পূর্ণ গোপীনাথপুর বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দূখা চাকি ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত মিস্ত্রি চাকির ছেলে। ওই দুর্ঘটনায় নিহত দূখা চাকির ছেলে সূধা চাকি গুরুতর আহত হয়েছেন। আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 
Electronic Paper