ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফাঁড়িতে রায়হান হত্যা মামলায় এএসআই আশেক গ্রেফতার

সিলেট প্রতিনিধি
🕐 ১:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির প্রত্যাহার হওয়া উপসহকারী পরিদর্শক (এএসআই) আশেক এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যা মামলায় তাকে বুধবার দিবাগত রাতে এসএমপির রিজার্ভ অফিস থেকে গ্রেফতার করা হয়।

পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেকুজ্জামান জানিয়েছেন, আশেক এলাহীকে আজই (বৃহস্পতিবার) আদালতে তোলা হবে।

১১ অক্টোবর ভোরে সিলেট শহরের আখালিয়া এলাকার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নেয়া হয়। সেখান থেকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

তাকে ফাঁড়িতে নিয়ে ‘নির্যাতন’ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নী। তিনি ১২ অক্টোবর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

এ ঘটনায় সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয় ও প্রত্যাহার করা হয় তিন পুলিশ সদস্যকে।

 
Electronic Paper